নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগ কাজ করবে :স্পিকার শিরীন শারমিন চৌধুরী
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগ কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। শনিবার জুডিশিয়াল সার্ভিস ট্রেনিং সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিরীন শারমিন চৌধুরী বলেন, মামলা জট দূর করা- আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি নারীর প্রতি সংহিংসতা প্রতিরোধে বিচার বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নারী বিচারকদের উন্নয়নের স্বার্থে তাদের অনুকুল কাজের পরিবেশ তৈরীর জন্য প্রধান বিচারপতির প্রতি আহবান জানান আপিল বিভাগের সাবেক বিচারপতি নাজমুন আরা সুলতানা।
এর আগে বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নব নিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে সংবর্ধনা দেয়া হয়।
এ সময় উচ্চ আদালতে অধিক সংখ্যক নারী বিচারপতি নিয়োগে উদ্যোগের কথা জানিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, বিচারপ্রার্থীরা যাতে ন্যায় বিচার পান, সে লক্ষ্যে নারী বিচারকদের কাজ করতে হবে।