খালেদা জিয়ার জামিন বিষয়ে আদেশ সোমবার
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বিষয়ে আদেশ আগামীকাল (সোমবার)।
রোববার বিচারিক আদালত থেকে হাইকোর্টে নথি না আসায় আদেশের দিন পিছিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছে।
এর আগে ১৫ দিনের মধ্যে নথি পাঠাতে নির্দেশ দেয় হাইকোর্ট। এ সময়সীমা শেষ হয়ে যাওয়ার গত বৃহস্পতিবার বিষয়টি খালেদা জিয়ার আইনজীবীরা আদালতের নজরে আনে। পরে আদালত জামিন বিষয়ে আদেশের জন্য রোববার দিন ঠিক।
গত ২২ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারিক আদালতের দেয়া সাজার রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার করা আপিল শুনানির জন্য গ্রহণ করে হাইকোর্ট। একইসঙ্গে জামিন আবেদনের ওপর শুনানির জন্য ২৫ ফেব্রুয়ারি দিন ঠিক করে স্থগিত করে খালেদা জিয়ার অর্থদণ্ড।
উল্লেখ্য, ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন। তারপর থেকে খালেদা জিয়া নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন।