ছুটি শেষে আবারো খালেদার মামলার কার্যক্রম শুরু হচ্ছে
উচ্চ আদালত ও নিম্ন আদালতে নাশকতা, হত্যাসহ বেশ কয়েকটি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানি ঈদ ও অবকাশকালীন ছুটি শেষ হওয়ার পর অনুষ্ঠিত হবে।
উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী নিম্ন আদালতে মামলাগুলোর জামিন শুনানি হলে খালেদা জিয়া জামিন পাবেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা।আর খালেদা জিয়া জামিন পেয়ে এইসব মামলার কার্যক্রম যাতে বাধাগ্রস্ত না করতে পারে সেজন্য জামিনের বিরোধিতা করবে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
এই মামলাগুলোতে জামিন না পাওয়ার কারণে খালেদা জিয়াকে এবারের ঈদ কারাগারেই পালন করতে হয়েছে।
কুমিল্লায় হত্যা ও নাশকতার দুই মামলায় বিএনপি চেয়ারপারসনকে হাইকোর্ট জামিন দিলেও এই জামিন আদেশ আগামী ২৪ জুন পর্যন্ত স্থগিত করে আপিল বিভাগ।
আর কুমিল্লার আরো একটি মামলায় জামিনের বিষয়ে নিম্ন আদালতকে দ্রুত নিষ্পত্তির নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। এছাড়া ঢাকায় খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির দুটি মামলার জামিন শুনানি ২১ জুন পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট। আর নড়াইলে দায়ের করা মানহানির মামলায় বিএনপি চেয়ারপারসনকে জামিন দেননি বিচারিক আদালত।
উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী নিম্ন আদালতে মামলাগুলোর জামিন শুনানি হলে খালেদা জিয়া জামিন পাবেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
তবে সরকার না চাইলে খালেদা জিয়াকে জামিনে মুক্ত করা বেশ কঠিন হয়ে পড়বে বলে অভিমত তার আইনজীবীদের।
এদিকে, কারাবন্দী খালেদা জিয়াকে গ্যাটকো ও বড়পুকরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় আদালতে হাজির করার জন্য জারি করা প্রোডাকশন ওয়ারেন্ট প্রত্যাহার করেছে বিচারিক আদালত।