কোটা পদ্ধতি চালু উচ্চ আদালতের নির্দেশ :শেখ হাসিনা
উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী কোটা পদ্ধতি চালু আছে— জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আন্দোলনের নামে কোনো শিক্ষার্থী উপাচার্যের বাড়ি ভাংচুর ও লুটপাট করতে পারে না।
মঙ্গলবার সকালে গণভবনে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাধীন সুবিধাভোগীদের ভাতা ইলেকট্রনিক উপায়ে বিতরণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
হাইকোর্টের রায় অবমাননা করে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করা যাবে না— জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনের নামে কোন শিক্ষার্থী উপাচার্যের বাড়িতে হামলা করতে পারে না।
কোটা পূরণের পর শূণ্য পদ থাকলে মেধার ভিত্তিতে নিয়োগ দেয়ার কথা জানান শেখ হাসিনা।
তিনি বলেন, জনগণ ভোট দিলে আবারো ক্ষমতায় আসবে আওয়ামী লীগ। তবে ক্ষমতায় না আসলেও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাধীন সুবিধাভোগীদের টাকা কেউ যেন আত্মসাৎ করতে না পারে, সে ব্যবস্থা করা হবে।
ইলেকট্রনিক পদ্ধতিতে সামাজিক নিরাপত্তা ভাতা সরাসরি মানুষের হাতে পৌঁছাবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার এই সুযোগ সৃষ্টি করছে যাতে হত দরিদ্রদের টাকায় কেউ ভাগ বসাতে না পারে।
আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, দেশকে দারিদ্র্যমুক্ত করার জন্য তার সরকার কাজ করে যাচ্ছে। প্রতিটি গ্রামে মানুষ শহরের মতো নাগরিক সুবিধা পাবেন।